শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : লক্ষাধিক টাকার সোনা সহ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের হাতে গ্রেফতার ২ ।
গৌহাটি থেকে এক দম্পতি রাজধানী এক্সপ্রেস করে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল । কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে সেই দম্পতি গোপনভাবে সোনা পাচার করছে । খবর পাওয়া মাত্রই রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকলে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় সুশীল কুমার সুনার ও তার স্ত্রী মিকু সনি সোনার কে।
জানা গিয়েছে মিকুসোনি সোনারের হাতে সিলভার কোটিং করা দুটি সোনার মোটা বালা ও সুশীল কুমার সোনারের প্যান্টের প্যাকেটের ভেতর গোপনভাবে রাখা সোনা বাজেয়াপ্ত করে পুলিশ | সোনা নিয়ে পাচারের ছক কষেছিল ওই দম্পতি ।
প্রায় ১ কিলো ৩২৯ গ্রাম সোনা সহ হাতেনাতে এই দম্পতিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । উদ্ধার হওয়ার সোনার আনুমানিক বাজার মূল্য ৭২ লক্ষ ১৮ হাজার ৮৫৫ টাকা ।
সরকারি পক্ষের আইনজীবী জানিয়েছেন আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে উদ্ধার হওয়ার সোনার বাজার মূল্য এক কোটি টাকার কম হওয়ায় ধৃতদের জামিন মঞ্জুর হয় ।