Khabar Samay Bangla Blog জীবনধারা Programe : গৌরীপুরে পালন করা হল কবিগুরুর জন্মজয়ন্তী
জীবনধারা

Programe : গৌরীপুরে পালন করা হল কবিগুরুর জন্মজয়ন্তী

কালিম্পং , ৯ মে : গোটা দেশের পাশাপাশি কালিম্পং গৌরীপুরে পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী । মিলনী ক্লাবের উদ্যোগে এই জন্মজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয় । স্থানীয়দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিল পাহাড়ে আসা পর্যটকরা ।

এই বাসভবন থেকেই প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা আবৃতি পাঠ করেছিলেন এবং কালিম্পং থেকে তারের মাধ্যমে কলকাতার আকাশবাণী কেন্দ্র থেকে প্রথম তা সরাসরি সম্প্রচারিত হয় । এছাড়াও জানা গেছে 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত চারবার এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিন যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার জীবনী ও তার এই বাসভবনের কাহিনী নিয়েও আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version