শিলিগুড়ি , ৭ অক্টোবর : কেন্দ্র সরকার সাহায্য নিয়ে দ্বিচারিতা করছে , মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের ।
সিকিমে ঘটে গেছে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় । জলের তোড়ে ভেসে গেছে বাড়িঘর , রাস্তা , যানবাহন সবটাই । বহু মানুষের মৃত্যু ঘটেছে । বহু মানুষ এখন অসহায় হয়ে গাছের নিচে, রাস্তায় , কেউবা কোন সরকারি আবাসনে । তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সিকিম সরকার সহ বিভিন্ন সংগঠন । কেন্দ্র সরকারের তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বিপর্যস্ত সিকিমকে ।
অন্যদিকে সিকিমের ভয়াবহ মেঘ ভাঙ্গা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে এ রাজ্যের কালিম্পং সহ দার্জিলিং জলপাইগুড়ির বেশ কিছু জেলা । কালিম্পং জেলার কিছু অংশ মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে । তাদের পাশে সাহায্যের হাত বাড়াতে মুখ্যমন্ত্রী নির্দেশে এলাকায় পৌঁছাচ্ছেন রাজ্যের একাধিক নেতা ,মন্ত্রীরা ।
শনিবার কালিম্পং এর মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে কলকাতা থেকে বিমানে বাগডোগরা এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।