Khabar Samay Bangla Blog অপরাধ Police : নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করতে এসে গ্রেপ্তার যুবক
অপরাধ

Police : নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করতে এসে গ্রেপ্তার যুবক


শিলিগুড়ি , ১৩ অক্টোবর : দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার এক | ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালায় ।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সেবক রোডের পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে এক যুবক এক বস্তা ভর্তি নিষিদ্ধ বাজি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেগুলি কাউকে পৌঁছে দিতে চলেছে ।
খবর পেয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ।

পুলিশ যুবকের কাছে বাজি সম্পর্কে জানতে চাইলে সে স্বীকার করে যে সে কাউকে বাজি সরবরাহ করতে এসেছিল ।
পুলিশ তাকে বাজি সংক্রান্ত নথিপত্র দেখাতে বললে সে কোনও নথি দেখাতে পারেননি ।

পুলিশ ঘটনাস্থল থেকে যুবকটিকে গ্রেপ্তার করে এবং বস্তা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে । অভিযুক্তের নাম গণেশ বিশ্বকর্মা | শিলিগুড়ির সরোজিনিপল্লী লিম্বু বস্তির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ।

প্রশাসন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ জারি করেছে যে শহরে বাজি ক্রয়, বিক্রয় বা মজুত করা কঠোরভাবে নিষিদ্ধ ।
তা সত্ত্বেও , কিছু লোক নিয়ম উপেক্ষা করে এই অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে । পুলিশ সতর্ক করে দিয়েছে যে দীপাবলির আগে এই ধরণের ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version