শিলিগুড়ি , ১৭ মে : মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মাটিগাড়া থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সাদা পোশাকে অভিযান চালায় মাটিগাড়া পুলিশ। অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম পূজা স্বর্ণকার (২২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতের বাড়ির সামনে থেকেই তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ । সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয় ১৮৬ গ্রাম ব্রাউন সুগার । এরপরই তাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয় ।
শনিবার ধৃত পূজাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না , তা খতিয়ে দেখা হচ্ছে । মাদকের উৎস ও সম্ভাব্য পাচারচক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।