শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : স্কুল ব্যাগের আড়ালে বিপুল পরিমাণ নেশার জন্য ব্যবহারকারী ওষুধ পাচারের চেষ্টা । গোপন সূত্র মারফত খবর পেয়ে , ওই দুই যুবক কে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ ।
ধৃতদের নাম শিবেন দস্তিদার ও বাবুলাল প্রসাদ । তাদের বাড়ি রাম নগর এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গতকাল রাতে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে , দুই যুবক পিঠে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ।
তাদের ব্যাগ থেকে ১১৫ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে করেছে পুলিশ । ধৃতরা বিহারে ওই কাফ সিরাপ বাসে পাচারের জন্যই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে । ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।