শিলিগুড়ি , ১৮ অগাষ্ট : হাতির দাঁত পাচার করতে গিয়ে গ্রেফতার ৫ পাচারকারী । বৃহস্পতিবার নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি ৪১ ব্যাটেলিয়ান টুকরিয়াঝাড় বনদফতর এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর শিলিগুড়ির যৌথ অভিযানে গ্রেফতার মোট ৫ অভিযুক্ত ।
নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হাতির দাঁত বিক্রি করতে এসে গোপন সূত্রে খবর পেয়ে ৫ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় ৯৪৫ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার করা হয়েছে । ঘটনার গ্রেফতার তপন থাপা , রিভাস প্রধান , প্রভু মুন্ডা , খেড়িয়া ও ধর্মদাস লোহার।
সূত্রে খবর উদ্ধার হাতির দাঁত ভুটান থেকে নকশালবাড়িতে পাচারের ছক ছিল পাচারকারীদের। ধৃতদের আজ নকশালবাড়ি থানায় রাখা হয়েছে । ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে । ঘটনার তদন্তে নেমেছে বনদফতর । গ্রেফতার পাচারকারীদের মধ্যে একজন বিএসএফ ও এক আইআরবির কর্মী বলে জানা গিয়েছে ।