শিলিগুড়ি , ২৫ মার্চ : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নিজবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান | ওই বাড়ি থেকে একাধিক এটিএম , পাসবুক ,প্যান কার্ড সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে পুলিশ ।
এর পরেই অভিযুক্ত রেজাবুলের খোঁজ শুরু করে পুলিশ । অবশেষে গতকাল রাতে রেজাবুল কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । আজ ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয় |