শিলিগুড়ি , ৫ জুন : জাতীয় তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদারকে অবিলম্বে পদত্যাগ করা উচিৎ মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তার ওই ব্যক্তব্যের পরই সরগরম রাজনৈতিক মহল।
তিনদিন আগে দিনহাটায় পুলিশের গুলিতে নিহত হয় প্রশান্ত রায় বাসুনিয়া । সোমবার তার বাড়িতে যান জাতীয় তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদার। আর তিনি অভিযোগ করেন, মন্ত্রী উদয়ন গুহর নির্দেশেই পুলিশ প্রশান্ত রায় বাসুনিয়াকে খুন করা হয়েছে । অরুন হালদারের ওই মন্তব্যের পরই পাল্টা একহাত নিলেন উদয়ন গুহ।
সোমবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, “অরুন হালদারকে প্রমাণ করতে হবে যে আমার নির্দেশে ওই ঘটনা হয়েছে । তা না হলে অবিলম্বে তাকে তার চেয়ার থেকে ফেলে দেওয়া উচিৎ। কারণ তিনি একজন কমিশনের কর্মকর্তা নয়, একজন বিজেপি নেতার মতো কথা বলছেন।