শিলিগুড়ি , ৯ সেপ্টেম্বর : মূল্যবান শুঁয়োপোকার ছত্রাক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা । ধৃতরা হল দেন্দুপ তামাং ও এবং গোবিন্দ ছেত্রী । দেন্দুপ তামাং কালিম্পংয়ের এবং গোবিন্দ ছেত্রী নেপালের বাসিন্দা ।
শুক্রবার রাতে রাজগঞ্জের আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে শিলিগুড়ির সমরনগর এলাকা থেকে এক জনকে গ্রেপ্তার করে বনকর্মীরা । তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৩ গ্রাম শুঁয়োপোকার ছত্রাক । এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে মাল্লাগুড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার বনকর্মীরা ।
গোপন সূত্রের খবরের মাধ্যমে বনদপ্তরের কাছে খবর আসে , প্রচুর শুঁয়োপোকার ছত্রাক বিদেশে পাচারের পরিকল্পনা রয়েছে । শিলিগুড়িতে তার হাতবদল হবে । সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নামে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা । ক্রেতা সেজে শিলিগুড়ির সমরনগরে ওই পাচারকারীদের সঙ্গে দামাদামি করতে থাকেন তারা । ১ কেজি ছত্রাকের দাম ১০ লক্ষ টাকা ঠিক হয় । এরপরেই পাচারকারীদের ঘিরে ফেলেন বনকর্মীরা । একজনকে ধরে ফেললেও বাকিরা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় । তাকে জেরা করে আরও একজনকে গ্রেপ্তার করা হয় ।
শিলিগুড়িতে হাতবদলের পর নেপাল হয়ে চিনে এই ছত্রাক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর ।