Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Panic : চিতাবাঘের হামলায় আক্রান্ত মহিলা
উত্তরবঙ্গ ঘটনা

Panic : চিতাবাঘের হামলায় আক্রান্ত মহিলা

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : চিতাবাঘের হামলায় আক্রান্ত এক মহিলা । ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের ফকিরগঞ্জ গ্রামের ঘটনা।

সেই গ্রামের সাধারণ মানুষের কাঁটাতারের ভেতরে বেশ কিছু জমি রয়েছে । সেখানে প্রতিদিনের মতো চা বাগান ও চাষাবাদ করা হয় । কাজ সেরে ফেরার পথে পিছন থেকে চিতাবাঘ হামলা করে। ঘাড়ের মধ্যে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে ওই মহিলার । এরপরেই সেই মহিলা সেখানে পড়ে যায় । চিৎকার চেঁচামেচি করতে থাকে ।

পরবর্তীতে গ্রামের স্থানীয় বাসিন্দারা ও বিএসএফের জাওয়ানরা গিয়ে তাকে উদ্ধার করে । ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেহেরা খাতুনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । খবর পেয়ে পৌঁছায় ঘোষ পুকুর বন বিভাগ | আতঙ্কে রয়েছে গ্রামের সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version