শিলিগুড়ি , ১৩ নভেম্বর : এস আই আর ফর্ম ফিলাপ নিয়ে বিভ্রান্তি , শিলিগুড়িতে নির্বাচন কমিশনের আলোচনা সভা |
এস আই আর অর্থাৎ সিস্টেমেটিক ইনফরমেশন কালেকশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে | সেই বিষয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং জেলার বি এল ও দের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন ।
এই সভায় মূলত বি এল ও দের ফর্ম ফিলপের প্রক্রিয়া ও তাতে উদ্ভূত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় । উপস্থিতদের জানানো হয় , কোন ধাপে কীভাবে তথ্য পূরণ করতে হবে এবং কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি ।
তবে এদিনের সভায় উপস্থিত বেশ কিছু বিএলও অভিযোগ করেন , এই নির্দেশনা আগে জানানো হলে বিভ্রান্তি এড়ানো যেত । তাদের বক্তব্য , ইতিমধ্যে তারা বহু ফর্ম পূরণ করে ফেলেছেন , অথচ সভায় যে পদ্ধতির কথা জানানো হচ্ছে , তা বিএলও রা আগে ভিন্নভাবে জানিয়েছিলেন । ফলে বিভ্রান্তি আরও বেড়েছে বলেই তাদের অভিযোগ।
