Khabar Samay Bangla Blog রাজনীতি Hill : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে মহাজোট
রাজনীতি

Hill : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে মহাজোট

শিলিগুড়ি , ১০ জুন : পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে মহাজোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে গোর্খা জনমুক্তি মোর্চা,দার্জিলিংয়ে জানালেন রোশন গিরি |

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে মহাজোট করে নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে গোর্খা জন মুক্তি মোর্চা । দার্জিলিঙে এমনটাই বললেন দলের সাধারণ সম্পাদক রোশন গিরি।

  • দীর্ঘদিন পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে । ২০০৫ সালে পাহাড়ের পঞ্চায়েত গুলির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এতদিন পর্যন্ত পাহাড়ে কোন পঞ্চায়েত নির্বাচন হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে পাহাড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে । আর্থিক দুর্নীতির পাশাপাশি পাহাড়ের বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়েও ছেলে খেলা করা হচ্ছে | এইসবের বিরুদ্ধেই এবার পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে মহাজোট করেই পঞ্চায়েত নির্বাচনে লড়বে গোর্খা জন মুক্তি মোর্চা দল ।
  • শনিবার বিকেলে দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন , নির্বাচনের প্রধান ইস্যু হবে দুর্নীতির বিরুদ্ধে লড়া । পাহাড়ে বর্তমানে যেভাবে দুর্নীতি হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে তারা মানুষের কাছে যাবেন | তবে এদিন রোশন গিরি সরাসরি না বললেও সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনে অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টির সাথে জোট করবে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা দল। ইতিমধ্যে এই নিয়ে দুই দলের সভাপতির উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version