শিলিগুড়ি , ১৭ জুন : মায়াপুরের আদলে এই প্রথম শহর শিলিগুড়িতে এক সপ্তাহ ধরে রথ উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে সূর্যনগর মাঠে | একথা জানান ইসকন শিলিগুড়ির পক্ষে নামকৃষ্ণ দাস |
এই প্রথম শহর শিলিগুড়িতে রথযাত্রা উপলক্ষে ইসকন শিলিগুড়ির উদ্দ্যোগে ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় এক সপ্তাহ ধরে জগন্নাথ , বলরাম ও শুভদ্রার পুজো হবে ২৩ নম্বর ওর্য়াডের সূর্যনগর খেলার মাঠে। কথিত আছে জগন্নাথ বলরাম শুভদ্রা তাদের ভক্তদের দর্শন দিতে এক সপ্তাহের জন্য বেরিয়ে পরেন ।
আজ সমস্ত কাজ পরিদর্শন করে সূর্যনগর মাঠে যান ইসকন শিলিগুড়ির জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস ২৩ নম্বর ওর্য়াড কাউন্সিলর লক্ষ্মী পাল ও পুলিশ প্রশাসন। নামকৃষ্ণবাবু জানান এই প্রথম রথযাত্রা কে কেন্দ্র করে শিলিগুড়িতে এত বড় ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে । সকলের সহযোগিতার পাশাপাশি শহরবাসীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ইসকন শিলিগুড়ি । ২০ জুন থেকে ২৭ শে জুন মহাযজ্ঞ , ধর্মীয় বাণী সহ কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে |