Khabar Samay Bangla Blog ঘটনা Health : স্বাস্থ্য় কর্মীদের সুরক্ষায় গ্রামীণ হাসপাতালে পুলিশ ক্যাম্প
ঘটনা

Health : স্বাস্থ্য় কর্মীদের সুরক্ষায় গ্রামীণ হাসপাতালে পুলিশ ক্যাম্প

শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে বসল পুলিশ ক্যাম্প । বৃহস্পতিবার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত । পুলিশ ক্যাম্পে সব সময় কর্মী থাকবেন | থাকবেন দুই জন করে এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার , কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার।

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ৪৫ শয্যার অন্তর্বিভাগ রয়েছে । চিকিৎসক রয়েছেন ১০ জন । প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫০০ রোগী আসেন। হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার । কোনো সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায় ।

পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক , নার্স , স্বাস্থ্য কর্মীরা নিরাপদ বোধ করবেন।
পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন , এই পুলিশ ক্যাম্প শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নয় , জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতাল , সদর হাসপাতাল , জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে একই ক্যাম্প করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version