Khabar Samay Bangla Blog জীবনধারা Warning : অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে , সতর্কতা তাপপ্রবাহের
জীবনধারা

Warning : অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে , সতর্কতা তাপপ্রবাহের

শিলিগুড়ি , ১১ মে : গতকালকের গভীর নিম্নচাপ এখন পরিবর্তন হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । আজ রাতেই এই অতিরিক্ত নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে | এই ঘূর্ণিঝড়ের গতিপথ হবে বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিমি দূরে । ১৩ তারিখ থেকে এই ঝড় অনেকটা দুর্বল হবে এবং ১৪ তারিখ বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যবর্তী অংশ দিয়ে অতিক্রম করবে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাকডিউ বা চাকদিও-এর মধ্য দিয়ে ।

এই ঘূর্ণিঝড় উত্তর -উত্তর পশ্চিম দিকে এবং ১১ তারিখ থেকে এর গতিপথ পরিবর্তন হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে গিয়ে বাংলাদেশ ও মায়ানমারের দিকে এগিয়ে যাবে । আজ আন্দামানে ভারী বৃষ্টিপাত এবং হওয়ার গতিবেগ থাকবে ৪০ কিমি এবং আগামীকাল গতি বেড়ে হবে ৫০ থেকে ৬০ হবে । আন্দামানে ১২ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা ।

আবহাওয়া দপ্তর , আন্দামান নিকোবরে পূর্বেই যে সর্তকতার নির্দেশ দিয়েছে তা একই রয়েছে অর্থাৎ সমস্ত ফেরি বন্ধ রাখতে বলা হয়েছে । পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে নামতে না করা হয়েছে এবং পোর্টগুলিতেও নির্দেশ পাঠানো হয়েছে । তবে দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে যদিও কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া আজকের পর থেকে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে | উত্তরের দিকে মালদাতে তাপপ্রবাহ থাকবে এবং বাকি বীরভূম বাঁকুড়া যে সকল জায়গায় আগে তাপপ্রবাহের সতর্কতা একই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version