শিলিগুড়ি , ২৩ জুন : সুধীর নাগাশিয়ার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী থেকেছে নকশালবাড়ির হাতিঘিষা সংলগ্ন মুড়ি বস্তি গ্রাম । সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাধিক বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছিল | পুড়ে ছারখার হয়েছে কয়েকটি বাড়ি । দু’দিন কেটে যাওয়ার পরে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত । ঘটনাস্থল পরিদর্শনের পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব , সভাধিপতি অরুন ঘোষ সহ দার্জিলিং জেলা সমতলের সভাপতি পাপিয়া ঘোষ মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার এদিন সেই এলাকায় পৌঁছান | ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে এবং মৃতের পরিবার এর হাতে চেক তুলে দেওয়া হয় তাদের পক্ষে | ভবিষ্যতে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আশ্বাস ও দেওয়া হয়েছে ।
গ্রামের মানুষদের সুবিধার্থে এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয় | এদিন ওই গ্রামে কমিউনিটি কিচেনের ও ব্যবস্থা করা হয় ।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ বলেছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে। আজ সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এবং যাদের সমস্ত কাগজপত্র পুড়ে গিয়েছে তাদের জন্য বসানো হয়েছে ডকুমেন্টেশন ক্যাম্প।