Khabar Samay Bangla Blog জীবনধারা Dengue : ডেঙ্গু রুখতে গাপ্পি মাছেই ভরসা রাখছে পুরনিগম
জীবনধারা

Dengue : ডেঙ্গু রুখতে গাপ্পি মাছেই ভরসা রাখছে পুরনিগম

শিলিগুড়ি , ১ অগাস্ট : ডেঙ্গু রুখতে গাপ্পি মাছই ভরসা পুরনিগমের । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচির সূচনা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । মেয়র জানিয়েছেন , মৎস্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ড এর প্রতিটি জলাশয়েই ছাড়া হবে গাপ্পি মাছ । তিনি জানান , শহরে জলাশয় নেই , তবুও ছোটখাটো পার্কে এবং মনীষীদের মূর্তির সামনে রয়েছে ফাউন্টেন , সেখানেও গাপ্পি মাছ ছাড়ছে পুরনিগম।

পাশাপাশি শহরের নালা নর্দমাতেও গাপ্পি মাছ ছাড়া হবে । মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে এই গাপ্পি মাছ ছাড়া কর্মসূচি নিয়েছে পুরনিগম । আজ গাপ্পি মাছ ছাড়া হয় , বিধান রোডের গোষ্ঠ পাল মূর্তির সামনের ফাউন্টেনে । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ এবং আধিকারিকরা। ডেঙ্গু রুখতে গাপ্পি মাছেই ভরসা শিলিগুড়ি পুরনিগমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version