শিলিগুড়ি , ৮ নভেম্বর : আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশিকা সাধারণ মানুষ যাতে মেনে চলে তারই আবেদন সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার |
আতশবাজি নিয়ে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জারি করার নির্দেশিকা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হোক এমনি দাবি তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদান করল শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা । বুধবার তারা স্মারকলিপি প্রদান করেন ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা বলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে | সেখানে বলা রয়েছে কোন সময় শব্দবাজি ব্যবহার করা যাবে এবং কতটা শব্দ পর্যন্ত তা ব্যবহার করা যেতে পারে এবং কি ধরনের শব্দবাজি ব্যবহার করা যাবে এই সমস্ত বিষয়ে সেখানে বলা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই গাইডলাইন সম্পর্কে জানেন না । পুলিশ যাতে এই সম্পর্কে সকলকে সচেতন করে এই দাবি সংস্থার পক্ষ থেকে তুলে ধরা হয় ।