শিলিগুড়ি , ১৪ জুলাই : শিলিগুড়ির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে থাকাকালীন তিনটি এবং শহরের মেয়র হওয়ার পর ৪৪ টি অর্থাৎ মোট ৪৭ টি টকটু অনুষ্ঠান করলেন শহরের মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠান গুলির মধ্য দিয়ে শহরবাসীর নানা সমস্যার কথা শুনেছেন তিনি । তার মধ্যে বহু সমস্যার সমাধান হয়েছে ইতিমধ্যে। আগামী দুটি টকটু মেয়র অনুষ্ঠানের পর ৫০ তম টকটু মেয়র অনুষ্ঠান বড় আকারে হবে বলে জানালেন শহরের মেয়র গৌতম দেব।
তিনি জানান , বিগত দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহরের বিভিন্ন এলাকা । আজ টকটু মেয়র অনুষ্ঠানে শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে এক মহিলা ফোন করে সরাসরি মেয়র কে জানান বৃষ্টির কারণে ডাম্পিং গ্রাউন্ডের নোংরা জল বাড়িতেও ঘরে ঢুকে পড়ছে । এই অবস্থায় তাদের ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে দুর্গন্ধের কারণে। এই অভিযোগ শুনেই শহরের মেয়র গৌতম দেব পরিষ্কার জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।
এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ইতিমধ্যে ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ২৮ লক্ষ টাকার দু’বার টেন্ডার করা হয়েছে | লাস্ট ওয়ার্নিং দেওয়া হবে কন্টাকটারকে । যদি সে কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ না করে তবে সেই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে টেন্ডার অন্য কাউকে দেওয়া হবে , কন্টাকটারের বিরুদ্ধে কড়া বার্তা মেয়রের।