শিলিগুড়ি , ১৫ অক্টোবর : পুলিশের জালে এটিএম প্রতারক চক্রের মূল পান্ডা ।
যে কোন ভাষায় পারদর্শী , নিমেষে মানুষকে কথার ছলে নিজের আয়ত্তে আনতে এরা পটু । অধিকাংশই বিহারের বাসিন্দা । এরা গ্রুপ করে ঢোকে শহর শিলিগুড়িতে । তার পরেই চলে এটিএমের উপর নজরদারি। একটু এটিএমে টাকা তোলা কম পারদর্শী মানুষকেই এদের বেশি পছন্দ।
এমনই এক এটিএম প্রতারককে গ্রেপ্তার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
গত শনিবার বিকেলে লেকটাউন এর একটি এটিএমের সামনে দাঁড়িয়ে প্রতারনার ছক কষছিল অভিযুক্ত । পুলিশের তার প্রতি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে তার কাছ থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । জিজ্ঞাসবাদে পুলিশ জানতে পারে ধৃত ব্যাক্তির নাম রোহিত রজক | সে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ।
তার কাছ থেকে উদ্ধার হয় ৩২ টি বিভিন্ন ব্যাংকের এটিএম । সে জানায় , বিভিন্ন এটিএমের সামনে দাঁড়িয়ে প্রতারকের ছক কষে । সুযোগ পেলেই কার্ড পালটে টাকা হাতিয়ে নেওয়ার মতো কাজ করে তারা।তার পরেই গা ঢাকা দেয় বিহারে।
রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানিয়েছেন পুলিশ ।