শিলিগুড়ি , ২১ নভেম্বর : শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর । মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকে শহরে একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে মন্ত্রীকে প্রস্তাব দেন মেয়র ।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হবে যা দিয়ে শহরে রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক কাজ হবে । একই সঙ্গে ৩৪ নং ওয়ার্ডে একটি ব্রীজ তৈরি করা হবে।
জানা যায় এর আগেই মেয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে অর্থ বরাদ্দ করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিছু কাজের প্রস্তাব দেওয়া হয়। সেই সমস্ত কাজ নিয়ে এদিন ফের আলোচনা করা হয়।
মন্ত্রী উদয়ন গুহ জানান , পুরনিগম এলাকাতে যেমনভাবে অর্থ বরাদ্দ করা হবে, একইভাবে উত্তরবঙ্গ জুড়ে রাস্তাঘাট উন্নয়ন এবং নতুন ব্রিজ তৈরির কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। একই সাথে বিভিন্ন গ্রামীন এলাকায় লাগানো হচ্ছে সোলার লাইট ।