Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Rail : রেলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস বিধায়কের
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Rail : রেলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস বিধায়কের

শিলিগুড়ি , ১১ অক্টোবর : রেলের সঙ্গে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ।

সেই উদ্দেশ্য নিয়ে রেল আধিকারিকদের নিয়ে রেলের জায়গায় ব্যবহৃত সমস্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । বুধবার তিনি পৌঁছান শিলিগুড়ি বাগরাকোর্ট ও ফুলেশ্বরী আন্ডারপাস পরিদর্শনে।


বর্তমানে বাগরাকোর্ট দিয়ে যান চলাচল প্রায় বন্ধ । অনেকটাই ঘুরপথে মানুষকে পৌঁছাতে হয় শহরের দিকে । সেই কারণে কিভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় সেই দিক খতিয়ে দেখতে এই এলাকায় পৌঁছান তিনি । জায়গাও চিহ্নিত করেন ।

পরবর্তীতে বিধায়ক শংকর ঘোষ জানান , রেলের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবেন তিনি । বাগরাকোর্ট এ এই মুহূর্তে আন্ডারপাস বা উড়ালপুল সম্ভব নয় | সেই কারণে বিকল্প একটি রেল ক্রসিংয়ের ভাবনা নিয়েছেন তারা , শুধু তাই নয় আন্ডারপাসে জমে থাকা জল সমস্যা নিয়েও কথা বলবে রেল বা রাজ্যে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে । পাশাপাশি রেলের জায়গা দখল নিয়েও সরব হন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version