Khabar Samay Bangla Blog ঘটনা Jalpaiguri : ফুটপাত দখল করলে দিতে হবে জরিমানা !
ঘটনা

Jalpaiguri : ফুটপাত দখল করলে দিতে হবে জরিমানা !

জলপাইগুড়ি , ৬ মে : ফুটপাত দখল করলেই দিতে হবে এবার জরিমানা।

সোমবার জলপাইগুড়ি শহরের দিন বাজার এলাকায় ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুরু করল জলপাইগুড়ি পৌরসভা । চেয়ার পার্সন পাপিয়া পালের নেতৃত্বে এদিন চলে এই অভিযান ।

পৌরসভার বক্তব্য , ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ।
অথচ কিছু ব্যবসায়ী দোকানের সামগ্রী ফুটপাতের ওপর সাজিয়ে রেখে দিচ্ছেন , এটা বরদাস্ত করবে না জলপাইগুড়ি পৌরসভা ।

এই প্রসঙ্গে চেয়ার পার্সন পাপিয়া পাল স্পষ্ট ভাষায় জানান , আগামীতে আরও অভিযান হবে ফুটপাথ দখল মুক্ত করতে | যদি দেখা যায় পরিস্থিতির পরিবর্তন হয়নি , সেই ক্ষেত্রে পৌরসভা সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করার পথে হাঁটবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version