Khabar Samay Bangla Blog ঘটনা Elephant : ভুট্টার লোভে বনবস্তিতে হাতি , জখম বৃদ্ধা
ঘটনা

Elephant : ভুট্টার লোভে বনবস্তিতে হাতি , জখম বৃদ্ধা

শিলিগুড়ি , ২৬ মে : ভুট্টার লোভে বনবস্তিতে ঢুকে পড়ল হাতি । শিলিগুড়ি শহর সংলগ্ন আমবাড়ীর ভোরের আলো থানার অন্তর্গত রাজগঞ্জ বিধানসভা এলাকার ফাড়াবাড়ির ঘটনা ।
গতকাল রাতে ফাড়াবাড়িতে হাতির হানায় জখম হয়েছেন এক বৃদ্ধা।


নাম পম্পা ছেত্রী । বয়স ৬৫ বছর । তার বাড়িতে আচমকা ঢুকে পড়ে হাতি । প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই মহিলা । তখনই হাতির সামনে পড়ে যান তিনি । হাতি ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় । ভাগ্যের জেরে প্রাণে বেঁচে গেছেন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে । পরে তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ।

বৈকুন্ঠপুর অরণ্য থেকে আসা ৩ টি হাতি গতকাল রাতে ফারাবাড়ি এলাকায় দুটি বাড়ি ভেঙে দেয় । এলাকার লোকজন বাজি পটকা ফাটিয়ে হাতি ৩টিকে জঙ্গলে পাঠায়। বেশ কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে আসে বন বিভাগের কর্মীরা। এলাকায় বন বিভাগের টহলের অভাব রয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ মাঝে মাঝেই ভুট্টার জমিতে ঢুকে পড়ছে হাতি আর তখনই বাড়িঘরের ক্ষতি করছে হাতির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version