Khabar Samay Bangla Blog অপরাধ Crime : বাড়িতে জমজমাট জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮
অপরাধ ঘটনা

Crime : বাড়িতে জমজমাট জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের প্রধান নগর থানার চম্পাসারি এলাকার এক বাড়িতে দিব্যি চলছিল জুয়ার আসর | পুলিশের অতর্কিতে অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮ |

পুলিশ সূত্রে জানা গেছে আবু তালহা আলমের বাড়িতে প্রতিদিনের মত চলছিল জুয়ার আসর । তার সাত বন্ধু ওই বাড়িতেই জুয়ার আসরে বসেছিল , পাশাপাশি চলছিল মদ্যপান।
জমজমাট জুয়ার আসরে আচমকা পুলিশের অভিযান ।


প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল ওই জুয়ার আসরের। আর সেই ভিত্তিতেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
ধৃতদের নাম মহম্মদ আমজাদ , সাদরি আলম ,মহ মুস্তাকিম ,আবু তালহা আলম , মহম্মদ মোস্তাক , নওশাদঙ খান , ধীরাজ পাটেল এবং বিশ্বজিৎ বিশ্বাস ।

ধৃতদের মধ্যে অধিকাংশই বিহারের বাসিন্দা । ধৃতদের ঠেক থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৮হাজার টাকা , তাশ , মদের বোতল , আটটি মোবাইল । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version