শিলিগুড়ি , ২১ মে : বিশ্ব ‘চা’ দিবসে চা কে আন্তর্জাতিক পানীয়র মর্যাদা দেওয়ার দাবি জানাল নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
মানুষের জীবনে চা একটি অপরিহার্য পানীয় । দিনের শুরু চা পান ছাড়া ভাবাই যায় না । উত্তরবঙ্গের প্রধান শিল্পই হল চা । জলের পর চা মানব দেহের শরীরের জন্য একটি উপকারী পানীয় ।
মঙ্গলবার বিশ্ব চা দিবসে প্রত্যক বছরের মত এবারও নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শিলিগুড়ি হাসমিচক মোড়ে পথ চলতি মানুষকে চা খাওয়ানো হয়। পাশাপাশি চায়ের গুরুত্ব তুলে ধরা হয় সকলের কাছে ।
সংগঠনের প্রাক্তন সভাপতি সতীশ মিত্তুকা জানান , জলের পরেই পানীয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চা । সেই কারনে চা কে আন্তর্জাতিক পানীয়ের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি ।