শিলিগুড়ি , ৬ জুলাই : রেলে বেসরকারিকরণের বিরোধিতা , নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করা সহ একাধিক দাবি রাখল রেলওয়ে মজদুর ইউনিয়ন শিলিগুড়ি শাখা |
রেলওয়ে মজদুর ইউনিয়ন শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিভিন্ন সমস্যা এবং দাবি নিয়ে একটি সভার আয়োজন করা হয় । সভার শুরুতে একটি বাইক মিছিল বের করা হয়। এই মিছিলটি পাতিকলোনির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাণীমন্দির রেলওয়ে স্কুলের ইনডোর স্টেডিয়ামে এসে শেষ হয় ।
রেলে বেসরকারিকরণের প্রতিবাদ, নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করা সহ একাধিক দাবি নিয়ে আলোচনা করা হয় ওই সভায় । এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত রেলওয়ে মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্রা , পূর্ব রেলওয়ে মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবগোপাল মিশ্রা ।