শিলিগুড়ি , ১৬ মে : টেট পরীক্ষায় মেরিট লিস্ট বের হওয়ার পর রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার । দীর্ঘ কয়েক বছর আইনি লড়াই লড়ার পর মামলায় জয়ী হন ববিতা সরকার । কয়েক মাস আগে আদালতের রায়ে মেখলিগঞ্জের একটি বিদ্যালয়ে চাকরিও পান ববিতা ।
পরবর্তীতে , ওই সালের টেট পরীক্ষার নম্বর প্রকাশ হলে দেখা যায় ববিতার আ্যাকাডেমিক স্কোর ২ নম্বর বাড়তি আছে । পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয় যে ববিতার ২ নম্বর ভুল করে বাড়িয়ে দেওয়া হয়েছে । তার স্কোর বেড়ে দাড়িয়েছে ৩৩ ।
কিন্তু দেখা যায় অনামিকা রায়ের আসল স্কোর ৩৩ এবং ববিতার ৩১। তারপরেই ফের এই পদ নিয়ে শুরু হয় বিতর্ক। আদালতে মামলা করে অনামিকা রায় । দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়াইয়ের পর মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।