শিলিগুড়ি , ১২ জুলাই : দীর্ঘ ২৩ বছর পর পাহাড়ে পঞ্চায়েতি রাজ ফিরে এসেছে দার্জিলিংয়ে বসে জানালেন বিমল গুরুং |
গণতন্ত্রে হার জিত রয়েছে | তবে এটা খুশির খবর দীর্ঘ ২৩ বছর পর পাহাড়ে পঞ্চায়েতি রাজ ফিরে এসেছে । সংবাদ মাধ্যমে এমনটাই বললেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।
মঙ্গলবার বিকেলে দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চা দলের দলীয় কার্যালয় সিংমারিতে সাংবাদিক বৈঠক করে দলের সভাপতি বিমল গুরুং বলেন , গণতন্ত্রে হার জিত রয়েছে | তবে এটা খুশির খবর দীর্ঘ ২৩ বছর পর পাহাড়ে পঞ্চায়েতি রাজ ফিরে এসেছে । পাশাপাশি তিনি আরও বলেন এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামগুলিতে উন্নয়নের কাজ করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা | ফলে দুর্নীতি অনেকটাই কমবে । পাশাপাশি পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষরা ১০০ দিনের কাজের টাকা আবার পাবে ।