Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ donation camp : কৃত্রিম অঙ্গ পেয়ে খুশিতে আত্মহারা বিশেষভাবে সক্ষমরা
উত্তরবঙ্গ ঘটনা

donation camp : কৃত্রিম অঙ্গ পেয়ে খুশিতে আত্মহারা বিশেষভাবে সক্ষমরা

শিলিগুড়ি , ৫ মে  :  কৃত্রিম অঙ্গ পেয়ে খুশিতে আত্মহারা বিশেষভাবে সক্ষমরা | 

জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে আচমকা হারাতে হয়েছিল বা পা। পা না থাকায় নিজের দীর্ঘদিনের পেশাকেও বিদায় জানাতে হয়েছিল । নিজের পায়ে ভর করে দাঁড়াতে না পারার যে কষ্ট, সেটা দেড় বছর জুড়ে প্রতি মুহূর্তে অনুভব করেছেন খড়িবাড়ি বাতাসির রাজীব সাহা। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের সৌজন্যে কৃত্রিম পায়ে ভর করে পুনরায় সোজা হয়ে দাঁড়াতেই মুখে ফিরে এল পুরনো হাসি । জানালেন ,’আমি ভাবতেই পারিনি আর কোনওদিন সোজা হয়ে দাঁড়াব।’


শুক্রবার থেকে শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে শুরু হয়েছে তিন দিনের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিতরণ শিবির । জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এবং শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবির থেকে অন্তত ৫ শতাধিক প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন । যাদের হাত নেই তারা কৃত্রিম হাত পাচ্ছেন, যার পা নেই তারা কৃত্রিম পা পাচ্ছেন, কেউ হুইল চেয়ার, কেউ ট্রাই সাইকেল পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন।

মেয়র গৌতম দেব জানান , রাস্তা ঘাটের উন্নয়ন শুধু নয়, আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে চাই । এই কাজ আমি দীর্ঘদিন থেকে করছি। এর মধ্যে দিয়ে একটা আত্ম সন্তুষ্টি পাই।’

জয়পুর ফুট বিতরণ সমিতির ডিরেক্টর পি আর মেহতা জানান, আগামী ৩ দিন এই শিবির চলবে । শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই শিবির অনুষ্ঠিত হবে। অন্তত ২০০০ মানুষ উপকৃত হবেন ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version