শিলিগুড়ি , ১২ নভেম্বর : কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের বড় সাফল্য | সোনা সহ গ্রেপ্তার আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকেই কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিরা । সূত্র মোতাবেক এক ব্যাক্তিকে অনুসরণ করা শুরু করেন তারা ।
অবশেষে তাপস সাহা নাম এক অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । সেই ব্যক্তির হেফাজত থেকে বেরিয়ে আসে তিনটি সোনার বিস্কুট । সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় তাপস সাহা কে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা জানতে পারে তাপস সাহা আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত ।
ধৃত এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও বেশ কয়েকজন সদস্যের নাম | যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি , কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকায় | এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাওয়া মাত্রই শুরু করে তদন্ত ।
ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১ কিলো ৭৪৬ গ্রাম | যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকা ।
আজ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধৃত তাপস সাহাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।