শিলিগুড়ি , ১৭ জানুয়ারী : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে দার্জিলিং জেলাতেও এসেছে কেন্দ্রের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের সদস্যরা শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া এলাকার টাম বাড়িতে যান । সেখানে গিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে | সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করেন তারা।
অন্যদিকে এদিন ওই এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছতেই তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় । বিজেপি নেতাকর্মীদের অভিযোগ যারা এই প্রকল্পে প্রকৃত ঘর পাওয়ার কথা তাদের নাম ইচ্ছে করেই কেটে দেওয়া হয়েছে । আর এই নিয়েই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ এবং হাতাহাতি । যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় । আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামেও যাবেন।