শিলিগুড়ি , ১৮ জানুয়ারী : উওর দিনাজপুরের পাঞ্জিপাড়া পুলিশকে গুলি করে পলাতক আসামী সাজ্জাক আলমের মৃত্যু ।
পুলিশ সূত্রে জানা যায় , করণদিঘীর এক ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত সাজ্জাক আলম | গত দুই দিন আগে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে আনার সময় পাঞ্জিপাড়া এলাকায় পুলিশ কে গুলি করে পালিয়ে যায় | ওই ঘটনায় আহত অবস্থায় দুই পুলিশ কর্মী শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন আছেন ।
ঘটনার পর থেকেই অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজে তল্লাশি অভিযান চালায় উওর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।
পুলিশ শনিবার ভোররাতে গোয়ালপোখর থানার কিচকটোলা এলাকায় সাজ্জাক কে দেখতে পায় | সেই সময় তার সাথে পুলিশের গুলির লড়াই হয় | জখম অবস্থায় লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসামী সাজ্জাক আলম কে মৃত বলে ঘোষণা করেন ।